লিফলেট বিতরণ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছে বন্দর উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ এবং গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে নবীগঞ্জ বাসস্ট্যান্ডের সামনে থেকে এ কর্মসূচী শুরু করে দলটির নেতাকর্মীরা। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ মহানগর বিএনপি ও বন্দর থানা, উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।