বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রোজার আগেই সিদ্ধিরগঞ্জের ৯টি ওয়ার্ড আ.লীগের কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:১৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ২৩:২১, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

রোজার আগেই সিদ্ধিরগঞ্জের ৯টি ওয়ার্ড আ.লীগের কমিটি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানার ৯ টি ওয়ার্ড কমিটি রমজান মাসের আগেই বা রমজানের মধ্যে ঘোষণা করার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। 

সোমবার (১৯ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ পোস্টের সাথে আলোচনায় এ তথ্য জানান মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন। 

গত ১২ ফেব্রুয়ারি রাতে মহানগর আওয়ামী লীগের ১৭টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহা মহানগর আওয়ামী লীগের ১১ থেকে ২৭ নম্বর ওয়ার্ডের কমিটি ঘোষণা করেন।

আনোয়ার হোসেন বলেন, কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়েছে নির্বাচনের অনেক আগেই। আমরা নির্বাচনের আগে কেন্দ্রে কমিটিগুলো জমা দিয়েছিলাম। নির্বাচনের পর আমরা ঘোষণা করেছি ১৭ টি ওয়ার্ড। এখানে পাল্টা কমিটি বা তালাকান্ড ঘটিয়ে কমিটি পরিবর্তন করা যাবেনা। 

তিনি নারায়ণগঞ্জ পোস্টকে বলেন, আমরা চিন্তা করছিলাম থানাগুলোর সম্মেলনের কিন্তু ঈদের আগে তা সম্ভব হবেনা হয়তো। আমরা ঈদের আগে রমজানের আগে বা রমজানে চেষ্টা করবো সিদ্ধিরগঞ্জের ৯টি ওয়ার্ড কমিটি ঘোষণা করার। এর মধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি ওয়ার্ডগুলোর। যোগ্য নেতৃত্ব উঠে আসবে।