ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও বেলা এগারোটা পর্যন্ত উপজেলার ভোটকেন্দ্র গুলোতে ঘুরে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে।
মঙ্গলবার (২১ মে) আড়াইহাজার উপজেলার বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
আড়াইহাজার উপজেলায় তিন জন প্রার্থী লড়ছেন চেয়ারম্যান পদে। এরা হলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া (দোয়াত-কলম), কালাপাহাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন (ঘোড়া)ও সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি কাজী সুজন ইকবাল (আনারস)।
উপজেলার ১৩৯ টি কেন্দ্রে ৯১৯ টি বুথে ভোটগ্রহণ চলছে।
নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে এ উপজেলায় সংরক্ষিত (নারী) ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদা মোশারফ ও সাধারণ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম একক প্রার্থী। যে কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা জয়ী হয়েছেন।