ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেছেন, আমাদের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আমরা সোনারগাঁ, রূপগঞ্জ, আড়াইহাজারে লিফলেট বিতরণসহ ভোটারদের কাছে গিয়েছি। আমরা তাদের ভোট বর্জনের জন্য অনুরোধ করেছিলাম। আমি নিজে রূপগঞ্জে গিয়েছি আমি দেখেছি মানুষের আয় ব্যায়ের হিসাব এখন আর মিলছেনা, তারা ঠিকমত বাজার করতে পারছেনা। খুব আবেগপ্রবণভাবে বিষয়টি মানুষ আমাদের কাছে জানিয়েছে। আমরা বলার আগেই ভোটাররা বলেছেন, তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবেনা।
মঙ্গলবার (২১ মে) নারায়ণগঞ্জের তিনটি উপজেলা পরিষদ নির্বাচন শেষে এ একথা বলেন তিনি।
তিনি বলেন, এর মাঝে বিদ্যুতের দাম বাড়লেও বিদ্যুৎ থাকেনা। আড়াইহাজারের একজন দেখলাম বার বার ভোট দিচ্ছে, একেক যায়গায় জাল ভোট পড়ছে। আরেক যায়গায় দেখলাম ভোটকেন্দ্রের বাইরে দেশীয় অস্ত্র উদ্ধার হচ্ছে, কিন্তু কেন্দ্রে ভোটার নেই এই হচ্ছে ভোটের চিত্র।
তিনি আরো বলেন, এই নির্বাচনে প্রমাণ হলো মানুষ ভোট প্রত্যাখ্যান করেছে এবং এর মাধ্যমে মানুষ সরকারকেও প্রত্যাখান করেছে।