শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

|

পৌষ ১৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিএনপি করতে কলিজা লাগে : দিপু ভুঁইয়া

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৩৩, ৩০ মে ২০২৪

বিএনপি করতে কলিজা লাগে : দিপু ভুঁইয়া

বিএনপির আলোচনা সভা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেছেন, বিএনপি করতে এখন কলিজা লাগে। সময়ের সাহসী সন্তানরাই এখন বিএনপি করে। দেশ ও দেশের মানুষের জন্য যারা ভাবে তারাই বিএনপি করে। এই বিএনপি সৃষ্টি হয়েছিল এক দেশপ্রেমিক সাহসী নেতার হাত ধরে। সেই সাহসী নেতা যিনি এদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ শাহাদাৎ বার্ষিকী। 

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুরে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত শহীদ জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে জেলা বিএনপির এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 

অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু। 

এসময় অতিথি হিসেবে এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাবেক যুবদল নেতা আশরাফুল ইসলাম রিপন, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, সাধারণ সম্পাদক জোবায়ের জিকু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার প্রমুখ। 

এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এতে উপস্থিত ছিলেন।