ফাইল ছবি
ঈদুল আজহা আমাদের শিক্ষা দেয় ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠতে। ঈদ বয়ে আনে সকলের জীবনে আনন্দ ও খুশি। ঈদের আনন্দে ত্যাগের মহিমায় জীবনকে আলোকিত হোক সকলের জীবন। সেই প্রত্যাশ্যায় সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
বার্তায় তিনি বলেন, এবারের ঈদ সকলের জন্য খুশি আনন্দ বয়ে আনুক। শুধু নারায়ণগঞ্জ নয় দেশব্যাপী ও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক ইসলাম ও ঈদের শান্তির বার্তা। ঈদ বয়ে আনুক আমাদের সকলের জীবনে অনাবিল আনন্দ ও সুখধারা। সমাজ থেকে ঈদকে কেন্দ্র করে দূর হয়ে যাক সকল অমানিশা।
নারায়ণগঞ্জ ভরে উঠুক সুখ শান্তি সমৃদ্ধিতে এই প্রত্যাশায় সবাইকে জানাই ঈদ মুবারক।