বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ কলেজে ছাত্র রাজনীতি নিয়ে গুজব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৩৬, ৮ আগস্ট ২০২৪

আপডেট: ১৭:৪৫, ৮ আগস্ট ২০২৪

নারায়ণগঞ্জ কলেজে ছাত্র রাজনীতি নিয়ে গুজব

ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরের নারায়ণগঞ্জ কলেজে ছাত্র রাজনীতি চালুর সিদ্ধান্ত হয়েছে এমন একটি গুজব চাউর হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে বিষয়টিকে গুজব বলে দাবী করেছেন কলেজটির অধ্যক্ষ রুমন রেজা।

বৃহস্পতিবার (৮ আগষ্ট) এক পোস্টে একথা জানান তিনি। 

এসময় তিনি বলেন, নারায়ণগঞ্জ কলেজে ছাত্র রাজনীতি চালুর সিদ্ধান্তের তথ্য সঠিক নয়। এরকম কোন সিদ্ধান্ত হয়নি। বরং আজ শিক্ষক ও শিক্ষার্থীরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে ,কলেজ যেরকম সুশৃংখলভাবে পরিচালিত হচ্ছে, সেরকমভাবেই চলবে। কোন ব্যত্যয় ঘটবে না। তাই এ বিষয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই।

এর আগে বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ কলেজে ছাত্র রাজনীতি চালুর সিদ্ধান্ত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে।