বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে সড়ক মহাসড়কে ট্রাফিকের কাজে ইসলামী ছাত্র আন্দোলন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১৮, ৮ আগস্ট ২০২৪

সিদ্ধিরগঞ্জে সড়ক মহাসড়কে ট্রাফিকের কাজে ইসলামী ছাত্র আন্দোলন 

ফাইল ছবি

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কসহ সিদ্ধিরগঞ্জের বিভিন্ন সড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে মাঠে কাজ করছে ইসলামী ছাত্র আন্দোলন। শেখ হাসিনার পতনের পর পুলিশের কর্মবিরতির কারণে সড়কে শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীরা মাঠে নামেন। বৃহস্পতিবার সকাল থেকে  ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ডেমরা-নারায়ণগঞ্জ সড়কের শিমরাইল ট্রাফিক পয়েন্টসহ ব্যস্ততম এলাগুলোতে শিক্ষার্থীদের যান চলাচল সুশৃঙ্খল করতে দেখা যায়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে ট্রাফিক ভোগান্তি এড়াতে ও শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে কার্যক্রম পরিচালনা করা হয়। 

স্বেচ্ছাসেবীরা জানান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মুহা খালেদ সাইফুল্লাহ সানভীর এর নেতৃত্বে বুধবার থেকে এসকল কার্যক্রম পরিচালিত হয়, এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলন থানা কমিটির সহ-সভাপতি মুহা আমির হামজা, সাধারণ সম্পাদক মুহা আবরারুল করিম ও তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহা মুকছেদুল ইসলাম প্রমূখসহ ওয়ার্ড ও থানার দায়িত্বশীলবৃন্দ।

এসময় সভাপতি মুহা খালেদ সাইফুল্লাহ সানভীর বলেন, শেখ হাসিনার জালিম সরকার পতনের পর

পুলিশের কর্মবিরতির কারণে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার সড়ক মহাসড়কে ট্রাফিক ভোগান্তি এড়াতে  ও রাস্তায় শৃঙ্খলায় অক্ষুণ্ণ রাখাতে পীর সাহেব চরমোনাই এর নির্দেশে আমরা এই কার্যক্রম পরিচালনা করছি, আমরা দোয়া করি যাতে অতিদ্রুত দেশের সব কিছু স্বাভাবিক হয়ে যাক, এবং প্রশাসনের ভাইয়েরা তাদের নিজ কর্মস্থলে ফিরে সিদ্ধিরগঞ্জ এর পরিস্থিতি স্বাভাবিকতায় নিয়ে আসুক।

এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহিদ হয়েছে সকলের প্রতি দোয়া এবং যারা আহাত হয়েছে তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক।