মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

|

ভাদ্র ৩১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে আজাদ সুমন গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৫৮, ১৪ আগস্ট ২০২৪

আপডেট: ১৩:১৭, ১৪ আগস্ট ২০২৪

আড়াইহাজারে আজাদ সুমন গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ আগষ্ট) আড়াইহাজারের দুপ্তারা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

মঙ্গলবার দুপুরে বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারীরা গাউছিয়া এলাকা থেকে মোটরসাইকেল র‍্যালী বের করে। র‍্যালীটি গাউছিয়া থেকে আড়াইহাজার বাজার পর্যন্ত যাওয়ার কথা ছিল। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, আড়াইহাজারের দুপ্তারা এলাকায় পায়রা চত্বরে মোটরসাইকেল র‍্যালীটি পৌঁছালে সেখানে চত্বরে থাকা বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলে তারা। এ খবর ছড়িয়ে পড়লে আজাদ অনুসারীরা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে তাদের ধাওয়া দেয়, এতে দুই নেতার অনুসারীদের সাথে সংঘর্ষ বাধে। পরে বাজারে থাকা সুমনের রাজনৈতিক কার্যালয়ে তালা দেয় আজাদ অনুসারীরা। এসময় ধাওয়া খেয়ে সুমন পালিয়ে যান বলে জানা যায়।

এসময় সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন নেতাকর্মী আহত হয়। পরবর্তীতে উভয় পক্ষের লোকজন দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়।

আড়াইহাজার পৌরসভা বিএনপির মোহাম্মদ উল্লাহ জানান, আজাদ ভাইয়ের পোস্টার ছিড়ে ফেলায় তারা ক্ষুব্দ হয়ে ছুটে আসেন। পরে সুমনরা নেতাকর্মীদের বিশাল উপস্থিতি দেখে পালিয়ে যান।

আড়াইহাজার থানায় এ ব্যাপারে কোন অভিযোগ না থাকায় বিষয়টি পুলিশের জানা নেই বলে জানান পুলিশ কর্মকর্তারা।