ফাইল ছবি
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ:) এর জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) বিকেল ৪টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চুনাভূরা জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
কলাগাছিয়া ইউনিয়ন জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা জামায়েত ইসলামি দক্ষিণ সেক্রেটারী মাও: মো: আরিফুর রহমান। মাওলানা আব্দুল সালামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আবু আব্দুল্লাহ। আলোচনা সভায় ওই সময় উপস্থিত ছিলেন মাওলানা মুফতি মাহাবুর রহমান ও রতন মিয়া ও মাহাবুব প্রমুখ। আলোচনা সভা ও দোয়া মাহফিলে পরিচালনা করেন মাওলানা ক্বারী নূরুল আমিন। আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মাঝে রান্না করা গরম খাবার বিতরণ করা হয়।