ফাইল ছবি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, গাজী সাহেব অন্যায় করে থাকলে তার সাজা হবে, আইন তার বিচার করবে। কিন্তু তার কারখানা পুড়িয়ে তো তাকে সাজা দেয়ার দরকার নেই। আমি স্পষ্ট করে বলতে চাই আমাদের তথা বিএনপির পক্ষ থেকে এটা রক্ষার জন্য যা যা করা দরকার আমার করবো।
সোমবার (২৬ আগষ্ট) দুপুরে রূপগঞ্জের গাজী টায়ার কারখানা পরিদর্শনকালে সাংবাদিকদের একথা বলেন তিনি।
মনির বলেন, এই কারখানা এই শিল্প টিকে থাকুক, আমরা এটাই চাই। গাজী সাহেব অন্যায় করে থাকলে আইন বিচার করবে কিন্তু এই লুট আমরা মানবো না।
তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন কোন প্রতিহিংসা নয়, কোন লুট নয়। দেশ ও দেশের অর্থনীতিকে রক্ষা করতে হবে। তাই আজ আমরা এখানে এসেছি। আমাদের নেতাকর্মীরাও আছে।
তিনি বলেন, এরকম চলতে থাকলে শ্রমিকরা বেকার হবে। আপনারা যখন চাইবেন এই শিল্প রক্ষার জন্য আমরা আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব ব্যাবস্থা নেব।