বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অটোমেটিক অস্ত্র নিয়ে গুলি, কথা রেখেছেন শামীম ওসমান!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:০০, ২৯ আগস্ট ২০২৪

অটোমেটিক অস্ত্র নিয়ে গুলি, কথা রেখেছেন শামীম ওসমান!

ফাইল ছবি

নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলন দমন করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যাবহারের অভিযোগ ছিল শুরু থেকেই। তবে এর মাত্রা যে কতটা ভয়াবহ ছিল তা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, শামীম ওসমান ও তার অনুসারীরা শর্টগান, পিস্তলের পাশাপাশি, বিভিন্ন স্বয়ংক্রিয় মেশিনগান নিয়ে নারায়ণগঞ্জ শহরের বুক প্রকম্পিত করছেন। এসময় অটোমেটিক এসকল অস্ত্র থেকে সরাসরি আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা যায় আওয়ামী লীগ নেতাকর্মীদের।

এমন ভয়াল দৃশ্য দেখার পর ২০২০ সালে নারায়ণগঞ্জ পুলিশ লাইনসে জেলা পুলিশের পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠানে দেয়া শামীম ওসমানের সেই বিখ্যাত বক্তব্য স্মরণে আসে। সেদিন শামীম ওসমান বলেছিলেন ''২০০১ সালের আগে পুরো জেলা পুলিশের ফোর্সের কাছে যত অস্ত্র ছিল, আমার কাছে এর চেয়ে বেশি অস্ত্র ছিল।''

সত্যি শামীম ওসমান তার সেই কথা অক্ষরে অক্ষরে প্রমান করেছেন। আলোচিত সেই ভিডিওতে প্রায় কয়েকশত আওয়ামী লীগ নেতাকর্মীকে মাঠে দেখা গেছে। তাদের প্রত্যেকের কাছেই কোন না কোন ধরনের আগ্নেয়াস্ত্র ছিল। অনেকে কাছে আবার এ কে ৪৭ সাদৃশ্য অটোমেটিক অস্ত্রও দেখা গেছে ভিডিওতে। এমনই একটি অটোমেটিক অস্ত্র নিয়ে নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় গুলি করতে দেখা গেছে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানকে।

এতে সহজেই অনুমান করা যায় শুধু ২০০১ সালের আগে নয়, এখন পর্যন্ত নারায়ণগঞ্জে শামীম ওসমান ও তার অনুসারীদের কাছে অস্ত্রের বিশাল সংগ্রহশালা রয়েছে।

২০২০ সালের সেই বক্তব্যে শামীম ওসমান বলেছিলেন, ‘২০০১ সালের আগে পুরো জেলা পুলিশের ফোর্সের কাছে যত অস্ত্র ছিল, আমার কাছে এর চেয়ে বেশি অস্ত্র ছিল। মিথ্যা কথা বলে লাভ নেই। কিন্তু আজকে আমার গাড়িতেও অস্ত্র আছে কি না, আমি জানি না।’

তিনি আরও বলেন, ‘আমি গতকাল এসপি সাহেবকে লিস্ট দেখিয়েছিলাম। ’৭৫ এর পর থেকে আমাদের কতজন মারা গেল? দেখলাম ৫০ জনের ওপরে মারা গেল। কিন্তু একটা হত্যার বিচারও পাই নাই। ২০০১ সালে বোম ব্লাস্ট হলো, মারা গেলাম, কিন্তু বিচার পাই নাই। কিন্তু আমরা বাঁচব কয় বছর?’