বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দুই হত্যা মামলায় আরও ছয় দিনের রিমান্ডে গাজী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০৬, ১ সেপ্টেম্বর ২০২৪

দুই হত্যা মামলায় আরও ছয় দিনের রিমান্ডে গাজী

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শফিক হত্যা ও বাবুল মিয়া হত্যার দুই মামলায় মোট ছয় দিনের রিমান্ডে নেয়া হয়েছে নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে।

রোববার (১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। 

নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে দুই হত্যা মামলায় পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য গাজীর রিমান্ড আবেদন করলে দুই মামলায় তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

এর আগে গত ২৫ আগষ্ট রাতে ঢাকার শান্তিনগর এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয় গাজীকে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংগঠিত হওয়া বেশ কয়েকটি হত্যা মামলার আসামি গোলাম দস্তগীর গাজী।