সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সন্ত্রাস দমনে সহযোগিতা করতে রাজি আছি : দিপু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:২২, ৩ সেপ্টেম্বর ২০২৪

সন্ত্রাস দমনে সহযোগিতা করতে রাজি আছি : দিপু

দিপু ভুঁইয়া

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, আমরা বিএনপি পক্ষ থেকে সকলে মিলে একসাথে এটা বলেছি যে সন্ত্রাস দমনের জন্য এবং আওয়ামী লীগ যে একটা খারাপ সিস্টেম দাঁড় করিয়ে গেছে সেই সিস্টেমটা ওভারকাম করার জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব আমরা সেই সহযোগীতা করতে রাজি আছি।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে যেভাবে দেখা হচ্ছে যে নারায়ণগঞ্জ মাদকের জায়গা, নারায়ণগঞ্জ সন্ত্রাসের জায়গা নবাগত এসপি সাহেবের মাধ্যমে আমরা বিএনপি নেতাকর্মীরা এই তকমা মুছে দিয়ে সুন্দর নারায়ণগঞ্জ গড়বো।