বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সস্তাপুরে বিএনপি নেতাকে আটকিয়ে মারধর, বাড়িঘর ভাংচুর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:২৭, ৬ সেপ্টেম্বর ২০২৪

সস্তাপুরে বিএনপি নেতাকে আটকিয়ে মারধর, বাড়িঘর ভাংচুর

ফাইল ছবি

ফতুল্লার মধ্য সস্তাপুর এলাকায় বিএনপি নেতা শাহিনকে আওয়ামীলীগ নেতা মজিবুরের বাড়িতে আটকিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এসময় খবর পেয়ে আওয়ামীলীগ নেতার বাড়িতে হামলা চালিয়ে শাহিনকে উদ্ধার করে তার লোকজন।

বৃহস্পতিবার রাতে এঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

শাহিন জানান, মজিবুরের বাড়িতে নারী নির্যাতন বিষয়ে একটি বিচার শালিশে বসি। তখন অতর্কিত ভাবে মজিবুর তার ভাই শাহজাহান, জুয়েল তাদের ভাতিজা ছাত্রলীগ নেতা হিমেলসহ অন্তত ২০/৩০জন আমাকে আটকিয়ে মারধর করতে থাকে। তখন এলাকাবাসীর সহযোগিতা চাইলে তারা আমাকে উদ্ধার করে। এরপর থানায় ফোন করলে পুলিশ আসে। তখন পুলিশ দেখে তারা পালিয়ে যায়।

এবিষয়ে মজিবুর রহমান জানান, শাহিন দলবল নিয়ে ডাকাতির উদ্দেশ্যে হামলা চালায়। বাড়ি ঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। তখন মসজিদের মাইক দিয়ে মাইকিং করলে এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে।