বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

যুবদল নেতার নির্দেশে গ্যারেজে তালা, ভিডিও অডিও ভাইরাল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৩৪, ৬ সেপ্টেম্বর ২০২৪

যুবদল নেতার নির্দেশে গ্যারেজে তালা, ভিডিও অডিও ভাইরাল

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে কথিত যুবদল নেতা কাজী সোহাগের নেতৃত্বে একটি গ্যারেজে তালা দেয়ার  ভিডিও ভাইরাল হয়েছে। অভিযুক্ত সেই নেতার হাতে পায়ে ধরেও নিস্তার পাননি সেই গ্যারেজটির মালিক।

এসময় গ্যারেজের মালিককে নানা রকমের হুমকি ধমকি দিতে দেখা যায় সেই যুবদল নেতাকে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে গ্যারেজের দখল ও মালিককে হুমকি দেয়ার ভিডিওটি ছড়িয়ে পড়ে।

এসময় ভিডিওতে দেখা যায় অভিযুক্ত সোহাগ গ্যারেজ মালিককে বলছেন, আগামী কাল থেকে এই গ্যারেজের সীমানাতেও আসবেন না। আসলে পরে কী হবে সেই রিস্ক আপনার। কালকে থেকে আমার পোলাপান এখানে থাকবে।

এসময় অনুসারীদের উদ্দ্যেশ্য করে সোহাগ বলেন, কালকে থেকে ওকে গ্যারেজের ত্রিসীমানায় দেখলে মাটিতে মিশিয়ে ফেলবি। কালকে সকালে আমি গ্যারেজে তালা মারমু।

এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত যুবদল নেতা সোহাগ জানান, খান মাসুদের জায়গা নিয়ে একটা ঝামেলা হয়েছিল। সেখানে গিয়েছিলাম। এটা তেমন কিছু না। এটা আরও এক সপ্তাহ আগের ভিডিও এখন ভাইরাল হয়েছে। 

এসময় সোহাগ আরও বলেন, জোসেফ ভাই এ ঘটনা সম্পর্কে জানে। তার সাথে কথা বলেছি।