বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফেসবুকে ভারতে শামীম ওসমানের ছবি ভাইরাল!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:০৮, ৬ সেপ্টেম্বর ২০২৪

ফেসবুকে ভারতে শামীম ওসমানের ছবি ভাইরাল!

ফাইল ছবি

ভারতে স্ব পরিবারে রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, এমনটা দাবী করে আকাশ হক নামের এক ব্যাক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে শামীম ওসমানের ছবি পোস্ট করেছেন।

শামীম ওসমান শুক্রবার ভারতের হযরত নিজামুদ্দিন আউলিয়ার দরগাহ্ জিয়ারত করেছেন বলে পোস্টে জানান সেই ব্যাক্তি।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি করেন আকাশ নামের সেই যুবক। ইতোমধ্যে পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

আকাশ হক নামের ওই যুবক সিকিমের একটি কলেজে পরাশোনা করেন। শুক্রবার তিনি সেখানে গেলে শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের দেখতে পান। এসময় দূর থেকে তাদের আকাশ ছবি তোলেন এবং তারিখসহ ফেসবুকে পোস্ট করেন।

ভারতে স্ব পরিবারে রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, এমনটা দাবী করে আকাশ হক নামের এক ব্যাক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে শামীম ওসমানের ছবি পোস্ট করেছেন।