বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জ হেফাজতের কমিটি পুনর্গঠনের জন্য শীর্ষ নেতাদের বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৪৩, ৬ সেপ্টেম্বর ২০২৪

না.গঞ্জ হেফাজতের কমিটি পুনর্গঠনের জন্য শীর্ষ নেতাদের বৈঠক

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হেফাজতে ইসলামের কমিটি পুনর্গঠনের লক্ষ্যে বিশেষ পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) এই বৈঠক অনুষ্ঠিত হয়।  

এসময় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি পুনর্গঠনের লক্ষ্যে স্থানীয় আলেম উলামাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করে হেফাজতের নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল একটি প্রস্তাবনা প্রস্তুত করার সিদ্ধান্ত হয়।

পরবর্তীতে কমিটি গঠন শেষে গঠিত কেন্দ্রীয় সাব কমিটি হেফাজত ভুক্ত ইসলামি দলগুলোর দায়িত্বশীলদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করে প্রস্তাবনা চূড়ান্ত করবেন এবং পরে নারায়ণগঞ্জে অবস্থানরত কেন্দ্রীয় সকল দায়িত্বশীলগণের সাথে আলোচনা করে কমিটি অনুমোদন দিবেন ও একটি সম্মেলনের মাধ্যমে তা ঘোষণা করা হবে বলে জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মুনির হুসাইন কাসেমী, মাওলানা মামুনুল হক, মাওলানা বশির উল্লাহ, মাওলানা আব্দুল কাদের, মাওলানা মুজিবুল ইসলাম, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা মাহমুদ হাসান।