ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদা উত্তোলনকালে কামাল হোসেন নামে এক বিএনপি নেতার ভাইকে আটক করেছে শিক্ষার্থীরা। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছেন বলে জানা গেছে।
শুক্রবার রাত ১০ টায় সিদ্ধিরগঞ্জ পুল বাজার এমন ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী থেকে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ পুল বাজারের কিছুসংখ্যক দোকান হতে চাঁদা উত্তোলন করছিলেন নাসিক ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিনের ছোট ভাই কামাল হোসেন। তাকে চাঁদা তোলাকালীন সময়ে বাঁধা দিলে ফাহিম নামের এক শিক্ষার্থীকে সে মারধর করেন। পরবর্তী আরও কিছু শিক্ষার্থী একত্রিত হয়ে তাকে আটক পাওয়ার হাউজে (বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) অবস্থানকৃত সেনাবাহিনীকে হস্তান্তর করেন।
তাৎক্ষণিকভাবে জানা গেছে মারধরের শিকার হওয়া শিক্ষার্থীর নাম ফাহিম। সে সিদ্ধিরগঞ্জে বসবাস করেন।