ফাইল ছবি
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর উপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বন্দর থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে উপজেলা বিএনপি।
শনিবার (৬ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির সভাপতি শাহেনশাহের নেতৃত্বে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ শেষে থানায় পরিদর্শক (তদন্ত) আবু বকরের কাছে হামলার জড়িতদের গ্রেপ্তারের দাবি করেছেন শাহেনশাহ। শাহেনশাহ তাকে বলেন, এই কাউসার বিএনপির কেউনা। দল তাকে পদ পদবি দিলে আমরা মানবো আমাদের কোন আপত্তি নেই। সে দুটি হত্যা মামলার আসামি, তাকে গ্রেপ্তার যেন করা হয়। কাউসার মুকুল বাহিনীর লোকজন অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে। কাল টিপুকে হামলার সময় লোকজনদের হাতে অস্ত্র ছিল। এগুলো উদ্ধার করতে হবে।
পরিদর্শক (তদন্ত) আবু বকর জানান, আমরা বিষয়টি শুনেছি এবং এটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আপনারা অভিযোগ দেন। আমরা কাউকে ছাড় দেবনা যারা জড়িত।