ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেছেন, নারায়ণগঞ্জে অনেক নেতা ছিলেন, এমপি-মন্ত্রী ছিলেন। তাদের কাউকে রাজপথে দেখা যায়নি৷ দিপু ভূঁইয়া গত ১৬ বছর রূপগঞ্জসহ সারা নারায়ণগঞ্জের নেতাকর্মীদের আগলে রেখেছিলেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) রূপগঞ্জের তারাব এলাকায় দিপু ভূঁইয়ার জনসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমি রূপগঞ্জে আসি দিপু ভূঁইয়ার জনপ্রিয়তা দেখায় জন্য। অতীতে খোকন ও দিপু ভাইয়ের পাশে যেভাবে ছিলেন ভবিষ্যতেও আপনারা থাকবেন। আমরা শেখ হাসিনাকে যেভাবে বিতাড়িত করেছি সেভাবে রূপগঞ্জ থেকে কিছু দালালকে বিতাড়িত করে বিএনপিকে প্রতিষ্ঠিত করবো।