মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

|

ভাদ্র ৩১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কিছু নেতা জিয়া নগরকে বস্তি বলে গালি দিয়েছিল : খোকন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৩৬, ৭ সেপ্টেম্বর ২০২৪

কিছু নেতা জিয়া নগরকে বস্তি বলে গালি দিয়েছিল : খোকন

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেছেন, কিছুদিন আগে এখানে গাজী গোলাম দস্তগীরের ফ্যাক্টরিতে আগুন লাগে। এখানে কারা লুটপাট করেছে, কারা আগুন লাগিয়েছে, দেশের মানুষের সহানুভূতি পাওয়ার জন্য এতগুলো মানুষের প্রান তারা কেড়ে নিয়েছে, আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। 

শনিবার (৭ সেপ্টেম্বর) রূপগঞ্জে বিএনপির জনসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, মাদক ও সন্ত্রাস দমন করতে প্রতিটি ওয়ার্ডে কমিটি করুন। দেশনায়ক তারেক রহমান বলেছেন চাঁদাবাজদের ঠাই বিএনপিতে নেই। সন্ত্রাসীরা যে দলেরই হোক তাদের চিহ্নিত করুন। বিএনপির কেউ অপকর্ম করলে তাদের বহিষ্কার করা হবে।

তিনি বলেন, গাজী ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের পরে এখানে কিছু নেতা এসে জিয়া নগরকে বস্তি বলে গালি দিয়েছিল। এই জিয়া নগর বিগত সময়ে ঢাকার আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা পালন করেছিল। তাদের অবমাননা আমরা মানবো না। মতিন চৌধুরী এর নাম দিয়েছিলেন জিয়া নগরী। আপনারাও আজ থেকে এই জায়গাকে জিয়া নগরী ডাকবেন।

তিনি আরও বলেন, এখানে পরিকল্পিত ভাবে আগুন লাগানো হয়েছে। অবিলম্বে তদন্ত করে এ হত্যার বিচার করতে হবে।