বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এসপির সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময়

আব্দুল ওয়াহিদ   

প্রকাশিত: ২০:৫০, ৭ সেপ্টেম্বর ২০২৪

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এসপির সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময়

মতবিনিময় সভা

নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর নেতৃবৃন্দের সাথে  নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায়  জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে উপস্থিত হন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ।  

এসময়ে বিভিন্ন বিষয়ে পরামর্শ হয়। এসময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। 

মতবিনিময় সভায় মহানগর ইসলামি আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিকল্পে যেকোন সময় যেকোন সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি।  আমরা চাই দুর্নীতি ও দু:শাসন দূরীভূত হোক।  পুলিশের একটি স্লোগানও আছে- “পুলিশ জনগণ, জনগণই পুলিশ”।  সুতরাং পুলিশের বন্ধু জনগণ।  সে হিসেবে আমরা বন্ধু হিসেবে সার্বিক সহযোগিতা করতে চাই।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি হাবিবুল্লাহ হাবিব, সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মুফতি সাইফুল ইসলাম, যুব আন্দোলন নগর সভাপতি হাফেজ রবিউল ইসলাম, ছাত্র আন্দোলন নগর সহ-সভাপতি শাহীন আদনান প্রমুখ নেতৃবৃন্দ।