ফাইল ছবি
বিগত স্বৈরাচারী সরকারের আমলে হামলার শিকার নেতাকর্মীদের জন্য মায়া কান্না কোথায় ছিল? জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরকে উদ্দ্যেশ্য করে এমন প্রশ্ন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
গাজী টায়ারের ফ্যাক্টরিতে লুটপাট শুরু হলে গাজীর ফ্যাক্টরি রক্ষা ও চনপাড়া বাসীকে উদ্দেশ্য করে দেয়া কাজী মনিরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এমন প্রশ্ন তোলেন দিপু।
শনিবার (৭ সেপ্টেম্বর) রুপগঞ্জের তারাব এলাকায় বিএনপির জনসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
এসময় দিপু বলেন, গাজী ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের পর আমার দলের একজন গিয়ে সেখানে মায়া কান্না করেছেন। আমাদের নেতাকর্মীদের বাড়িতে আগুন লাগেনি? তখন আপনার কান্না কোথায় ছিল।
এর আগে গত ২৬ আগষ্ট গাজী টায়ার কারখানায় লুটপাট ও অগ্নিকাণ্ডের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে কাজী মনির বলেন, গাজী সাহেব অন্যায় করে থাকলে তার সাজা হবে, আইন তার বিচার করবে। কিন্তু তার কারখানা পুড়ে তো তাকে সাজা দেয়ার দরকার নেই। আমি স্পষ্ট করে বলতে চাই আমাদের পক্ষ থেকে এটা রক্ষার জন্য যা যা করা দরকার আমার করবো। এই কারখানা এই শিল্প টিকে থাকুক, আমরা এটাই চাই।