ফাইল ছবি
নারায়ণগঞ্জে বন্দরে সন্ত্রাসী হামলায় আহত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুআল ইউসুফ খান টিপুকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন নারায়ণগঞ্জ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের বালুর মাঠে হেলথ রিসোর্ট হাসপাতালে টিপুকে দেখতে যান খেলাফত মজলিসের নেতৃবৃন্দ।
এসময় খেলাফত মজলিসের নেতৃবৃন্দ টিপুর উপর সন্ত্রাসী হামলার জন্য অতি দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের সেক্রেটারি ইলিয়াস আহমদ, সদর থানা সভাপতি হাফেজ কোবির হোসেন, সেক্রেটারি হাফেজ আওলাদ হোসেন, মহানগর জয়েন্ট সেক্রেটার মুফতি আব্দুল গনি, সদর থানা প্রচার সম্পাদক জাহিদ হাসানসহ প্রমুখ।