ফাইল ছবি
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর ওপর হামলার ঘটনায় বন্দর উপজেলা বিএনপির বহিষ্কৃত নেতা আতাউর রহমান মুকুল ও মহানগর বিএনপি বর্তমান যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশাসহ ৫৩ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও মামলায় আরও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে টিপু বাদী হয়ে বন্দর থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় টিপু উল্লেখ করেন, ৬ আগষ্ট দুপুরে বন্দরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় আশা ও মুকুলের নেতৃত্বে টিপুর ওপর হামলা চালানে হয়। এসময় আশা অটোরিকশার পেছন থেকে চপাতি দিয়ে টিপুর ঘাড়ে কোপ দেয়। এর ফলে ঘাড় কেটে রক্তাক্ত জখম হয় এবং সেখানপ চারটি সেলাই লাগে।
এছাড়াও বিএনপির বহিস্কৃত নেতা আতাউর রহমান মুকুল হকিস্টিক দিয়ে টিপুর ওপর হামলা চালায়। মুকুলের হকিস্টিকের আঘাতে টিপুর বাম হাতে গুরুতর জখম হয় এবং বাম কাধের নিচের অংশ ভেঙে যায়।
রাজনৈতিক অঙ্গন থেকে চিরতরে সরিয়ে দেয়ার জন্যেই এই হামলা চালানো হয়েছে বলে এজাহারে উল্লেখ করেন টিপু। আশা ও মুকুল আওয়ামী লীগের নেতা খান মাসুদ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা দুলাল প্রধানের সশস্ত্র ক্যাডারদের নিয়ে এই হামলা চালানো হয়েছিল বলেও উল্লেখ করেন টিপু।