শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

খোকনকে শোকজের গুজব, বিএনপির বিবৃতি 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:২৩, ৯ সেপ্টেম্বর ২০২৪

খোকনকে শোকজের গুজব, বিএনপির বিবৃতি 

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনকে শোকজ করা হয়েছে এমন একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি গুজব বলে নিশ্চিত করে বিবৃতি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

সোমবার (৯ সেপ্টেম্বর) রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি। 

এর আগে সোমবার সকালে রিজভীর স্বাক্ষরিত একটি ভূয়া বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে খোকনকে কারণ দর্শাতে বলা হয়েছিল সেই বিবৃতিতে। 

পরে বিষয়টিকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দেন রুহুল কবির রিজভী।