ফাইল ছবি
সরকার বিরোধী আন্দোলনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের ও পরের উত্তপ্ত সময়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। দলকে গুছিয়ে তোলার পাশাপাশি একই সময়ে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনন্য নজির স্থাপন করেছেন এই বিএনপি নেতা।
২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত আন্দোলনে নারায়ণগঞ্জ মহানগরীর সবচেয়ে সক্রিয় নেতা ছিলেন টিপু। ২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালীতে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সেদিন র্যালীর সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন টিপু। র্যালীতে পুলিশ বাধা দিলে তাদের হামলায় আহত হন এই বিএনপি নেতা। তখনও মহানগর বিএনপির নেতৃত্বে ছিলেন না তিনি।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যখন নেতৃত্বহীন সেসময় থেকেই সামনে থেকে দলীয় কর্মসূচি পালন করতেন টিপু। নারায়ণগঞ্জে বিএনপির কোন কর্মসূচি ঘোষণা করা হলেই ডাক পড়ত টিপুর। সভা সমাবেশ কিংবা মিছিল যাই হোক কর্মসূচির আয়োজন থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের সংগঠিত করা অতিথিদের দাওয়াত দেয়া সকল দায়িত্ব একাই পালন করতে হত টিপুকে।
২০২২ সালের শুরুর সময়ে দ্রব্যমূল্যের উর্ধগতিসহ নানা ইস্যুতে রাজপথে নিয়মিত আন্দোলন করছিল বিএনপি। নারায়ণগঞ্জে কিছুদিন পরপর হত সমাবেশ। মহানগর বিএনপির অভিভাবকহীন সে সময়টিতে টিপুর নেতৃত্বেই মহানগর বিএনপির এসকল কর্মসূচি পালিত হত। কেন্দ্রীয় নেতাদের দাওয়াত করে এনে নেতাকর্মীদের চাঙ্গা রাখতেন টিপু।
দলের প্রতি আনুগত্য ও অক্লান্ত এই পরিশ্রমের ফলও পেয়েছিলেন টিপু। ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলে সদস্য সচিবের দায়িত্ব পান টিপু।
২০২৩ সালের শুরু থেকে ঢাকা কেন্দ্রীক আন্দোলন শুরু হলে সেখানেও টিপুর নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মহানগর বিএনপির নেতাকর্মীরা। ঢাকার প্রতিটি কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে নিয়মিত অংশগ্রহণ করতেন টিপু।
২৮ অক্টোবরের পরবর্তী সময়ে নারায়ণগঞ্জ মহানগরে হরতাল অবরোধের মত কর্মসূচিতে সক্রিয় নেতাদের মধ্যে অন্যতম ছিলেন টিপু। হরতাল অবরোধের দিনগুলোতে দিনভর শহরের বিভিন্ন প্রান্ত হতে হঠাৎ ঝটিকা মিছিল বের করে প্রশাসনকে অস্থির করে তোলেন টিপু। এসময় টিপুর খোঁজে নিয়মিত শহরজুড়ে অভিযান পরিচালনা করত পুলিশ।
২০২৪ সালের ৮ নভেম্বর শহরের পাঁচ নং ঘাট এলাকা থেকে হরতালের সমর্থনে মিছিল বের করার সময় টিপুকে গ্রেফতার করে পুলিশ। এরপর দীর্ঘদিন কারাভোগ করতে হয় এই বিএনপি নেতাকে।
আন্দোলন সংগ্রামের এই সময়ে মাঠে থেকে কর্মসূচি সফল করার পাশাপাশি নেতাকর্মীদের আগলে রেখেছিলেন এই বিএনপি নেতা। কারাবন্দি নেতাকর্মীদের জামিনের জন্য নিজে দাঁড়িয়ে যেতেন কোর্টে। দলীয় নেতাকর্মীদের আইনি সহায়তা প্রদানের পাশাপাশি তাদের পরিবারের নিয়মিত খোঁজ খবর রাখতেন টিপু।