শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শত মামলা মাথায় নিয়েও ছাত্রজনতার পাশে ছিলেন নাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:২৭, ১০ সেপ্টেম্বর ২০২৪

শত মামলা মাথায় নিয়েও ছাত্রজনতার পাশে ছিলেন নাহিদ

ফাইল ছবি

নারায়ণগঞ্জে সরকার বিরোধী আন্দোলনে সামনের সারিতে থেকে আন্দোলনকে এগিয়ে নিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া।

২০২৪ সালের নির্বাচনের আগে সরকার বিরোধী আন্দোলনে নাহিদের নেতৃত্বে জেলা ছাত্রদল অগ্রনী ভূমিকা পালক করে। ২০২২ সাল থেকে নানা ইস্যুতে আন্দোলনে ফিনিক্স পাখির মত বিএনপির পুনরুত্থান ঘটে। সেসময় থেকেই রাজপথে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ব্যানারে নাহিদের ভূমিকা সবার নজর কাড়ে।

২০২৩ সালের ২৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পান নাহিদ। দায়িত্ব নেয়ার পর থেকেই জেলাজুড়ে ছাত্রদলকে সংগঠিত করতে থাকেন তিনি। দলীয় কর্মসূচি গুলোতে নাহিদের নেতৃত্বে ছাত্রদলের অংশগ্রহণ ধীরে ধীরে বাড়তে থাকে। দায়িত্ব নেয়ার পর থেকেই সরকারবিরোধী আন্দোলনের উত্তাল সময়ে সামনে থেকে নেতৃত্ব দেন নাহিদ।

২০২৩ সালের ২৯ জুলাই সাইনবোর্ডে বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ বাধে। সেদিন রাজপথে থেকে নেতাকর্মীদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন নাহিদ। এসময় পুলিশের গুলিতে ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। গুলিবিদ্ধ হন নাহিদ নিজেও।

২০২৩ সালের ১৯ আগষ্ট কাঁচপুরের বিএনপির পদযাত্রায় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কাঁচপুর এলাকায় প্রতিরোধ গড়ে তোলেন এই ছাত্র নেতা।

২৮ অক্টোবরের সমাবেশেও নাহিদের নেতৃত্বে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেদিন সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন নাহিদ। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের গুলিতে গুরুতর আহত হন নাহিদ।

বৈষম্য বিরোধী আন্দোলনেও নারায়ণগঞ্জে ছাত্রদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নাহিদ। আন্দোলন সংঘাতে রুপ নিলে ছাত্র জনতার পাশে জেলা ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে রাজপথে দাঁড়ান নাহিদ। ১৮ জুলাই থেকে সাইনবোর্ড এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশে নেতাকর্মীদের নিয়ে শক্ত অবস্থান নেন নাহিদরা। পরে সেখানে ৫ আগস্ট পর্যন্ত যেভাবে সম্ভব হয়েছে ছাত্রজনতার পাশে থেকে সর্বোচ্চ শক্তি দিয়ে আন্দোলন চালিয়ে নেন তিনি।

বিরোধী দলের রাজনীতি করতে গিয়ে বহুবার হামলার শিকার হয়েছেন নাহিদ। জেলও খেটেছেন কয়েকবার। মামলা মাথায় নিয়েই নেতাকর্মীদের ওপর ছায়া হয়ে রাজপথে ছিলেন এই ছাত্রনেতা।