মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মামলায় আত্মগোপনে থাকলেও সজল ছিলেন কর্মসূচীতে অগ্রসৈনিক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৩৩, ১০ সেপ্টেম্বর ২০২৪

মামলায় আত্মগোপনে থাকলেও সজল ছিলেন কর্মসূচীতে অগ্রসৈনিক

ফাইল ছবি

সরকার বিরোধী আন্দোলনে বিগত ১৬ বছর যাবৎ নারায়ণগঞ্জের রাজপথ দাপিয়ে বেড়িয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। মহানগর ছাত্রদলের সভাপতি থাকা অবস্থা থেকেই আন্দোলন সংগ্রামে সজলের অগ্রনী ভূমিকা ছিল। শহরজুড়ে বিশাল কর্মী বাহিনী রয়েছে এই যুবদল নেতার।

২০১৩-১৪ সালের আন্দোলনে উত্তাল সময়ে রাজপথে সজলের নেতৃত্বে ছাত্রদল ছিল অপ্রতিরোধ্য। আন্দোলন সংগ্রামে নিয়মিত মাঠে থেকে ভূমিকা পালন করতেন সজল।

দলীয় কর্মসূচিতে সক্রিয় থাকায় সজলের বিরুদ্ধে ছাত্রনেতা থাকাকালীন সময় থেকে নাশকতার অভিযোগে বহু মামলা রয়েছে। গ্রোফতার হয়ে জেল খেটেছেন বহুবার। একসময় বাড়ি ছেড়ে রাজপথকে আপন করে নেন সজল।

দিনের পর পর দিন আত্মগোপনে থেকে গ্রেফতার এড়িয়ে আন্দোলনে রাজপথে দলীয় কর্মসূচিতে সক্রিয় ছিলেন সজল। ২০২৩ সালের ২৮ অক্টোবর পরবর্তী সময়ে হরতাল অবরোধেও অগ্রনী ভুমিকা পালন করেন সজল। শহরজুড়ে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল ও পিকেটিং করতে দেখা গেছে সজল ও যুবদল নেতাকর্মীদের।