ফাইল ছবি
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাতেহ মোঃ রেজা রিপন বলেছেন, দল থেকে বহিষ্কার হয়েছেন সেলিম ওসমান ও শামীম ওসমানের গোলামি করার কারণে। বিএনপি তাকে কুকুরের মত লাথি মেরে বের করে দিয়েছে। এতদিন আওয়ামী লীগের সাথে আঁতাত করে টাকা কামিয়েছেন এখন আবার বিএনপি সাজছেন। ত্যাগীরা কী আঙ্গুল চুষবে?
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বন্দরে টিপুর উপর হামলার প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে একথা বলেন তিনি।
তিনি আরও অনেক, আমাদের ভাইয়ের ওপর হামলা হয়েছে। টিপু ভাইয়ের ওপর হামলা হয়েছে কেন জানেন। খুনী হাসিনার পা চাটা গোলাম ছিল শামীম ওসমান ও সেলিম ওসমান। তাদের আবার কেনা গোলাম ছিল আতাউর রহমান মুকুল ও তার ভাতিজা কাউসার। ওরা ওসমান পরিবারের দালাল।
তিনি আরও বলেন, দালালি করে কী থেকে কী হয়েছেন। ফ্রেন্ডস মার্কেটের দোকানে কাজ করতেন। সেখান থেকে আজ এত সম্পত্তির মালিক হয়েছেন। কীভাবে, দালালি করে। জিয়াউর রহমানকে কুকুর গালি দেয়ার সময় মুচকি হেসেছিলেন।
মাঠে খেলতে চাইলে আসুন। দেখবো কত সাহস আছে। আমাদের আহ্বায়ক একটা সময় বেধে দিয়েছিলেন। আমরা এখনও কোন আসামীকে গ্রেফতার করতে দেখিনি। আপনারা না পারলে আমরা বাধ্য হবো এদের ধরে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করতে।