রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কাজী মনিরের আওয়ামীলীগ প্রীতিতে বাড়ছে ক্ষোভ!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:০৫, ১২ সেপ্টেম্বর ২০২৪

কাজী মনিরের আওয়ামীলীগ প্রীতিতে বাড়ছে ক্ষোভ!

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরকে ঘিরে দলটির তৃণমূল নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বাড়ছে। দল হিসেবে আওয়ামী লীগ ও দলটির নেতাকর্মীদের পক্ষ নিয়ে মনিরের একের পর এক বক্তব্য এই ক্ষোভের কারণ।

গত ২৬ আগষ্ট রূপগঞ্জে অবস্থিত গাজী টায়ার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলে ঘটনাস্থল পরিদর্শন করতে যান কাজী মনির। এসময় গাজী টায়াস ফ্যাক্টরি রক্ষার জন্য চেষ্টা করবেন বলে মন্তব্য করেন মনির।

এসময় কাজী মনির বলেন, গাজী সাহেব অন্যায় করে থাকলে তার সাজা হবে, আইন তার বিচার করবে। কিন্তু তার কারখানা পুড়ে তো তাকে সাজা দেয়ার দরকার নেই। আমি স্পষ্ট করে বলতে চাই আমাদের পক্ষ থেকে এটা রক্ষার জন্য যা যা করা দরকার আমার করবো।

এছাড়াও লুটপাটের ঘটনার জন্য চনপাড়া ইউনিয়নের বাসিন্দাদের দায়ী করেন কাজী মনির। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসে ওঠে চনপাড়ার মানুষ। মনিরের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল বের করেন স্থানীয়রা। এসময় তার কুশপুত্তলিকা দাহ্ করা হয়।

জানা গেছে, গাজী টায়ার ফ্যাক্টরি রক্ষা করতে ৫ তারিখের পর থেকেই কাজী মনির সোচ্চার হয়ে ওঠেন। সেসময় স্থানীয় আওয়ামী লীগের কতিপয় নেতাকর্মী ও নিজের বেশ কয়েকজন অনুসারীকে ফ্যাক্টরিটি রক্ষার দায়িত্ব দেন মনির। এতে বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠে।

এছাড়াও বুধবার রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বের ভূমিকা নিয়ে কথা শুরু করেন কাজী মনির। পরবর্তীতে অবশ্য তিনি শেখ হাসিনার সমালোচনা করে বলেন আওয়ামী লীগ স্বাধীনতাকে পারিবারিক ভাবে ব্যাবহার করতে চেয়েছে।

গাজীর মত অত্যাচারীর জন্য কাজী মনিরের এমন মায়া কান্নায় ক্ষোভে ফেটে পড়ে রূপগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দলটির মাঠ পর্যায়ের কয়েকজন নেতা জানান, দীর্ঘ ১৬ বছর আমরা অত্যাচার সহ্য করেছি। বাড়িতে থাকতে পারিনি। কাজী মনির সাহেব তো এত বছর বহাল তবিয়তে ছিলেন, ব্যাবসা করেছেন। রাজনীতি থেকে দূরে ছিলে। আজ আওয়ামী লীগের পতনের পর তিনি সক্রিয় হয়েছেন সেসকল পতিত স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন করতে।

রাজনীতিতে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর ২০২২ সালে বিএনপির ব্যাপক উত্থান ঘটলে সুবিধাজনক অবস্থান নেন কাজী মনির। ঢাকার কিছু কর্মসূচিতে গিয়ে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করলেও নারায়ণগঞ্জ ও রূপগঞ্জের রাজনীতিতে ছিলে নিষ্ক্রিয়। দলের বিভিন্ন নেতাকর্মীর সময় সময়ে গাজীর রোষানলে পড়লেও কাজী মনিরকে কোন দুর্ভোগ পোহাতে হয়নি।

২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনীতিতে কার্যত বিদায় জানান এই নেতা। তবে ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার নিজেকে ব্যাবসায়ী নেতা হিসেবে মেলে ধরার চেষ্টা করছেন কাজী মনির।