ফাইল ছবি
নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় সাবেক এমপি শামীম ওসমান, সাবেক সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির বহিস্কৃত নেতা আতাউর রহমান মুকুলসহ ৬৯ জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও মামলায় আরও ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মোঃ দুলাল হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জে মামলাটি দায়ের করেন।
মামলায় দুলাল জানান, ২০ জুলাই কাজ শেষে বাড়ি ফেরার সময় আন্দোলন দমন করতে গিয়ে সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হন দুলালের ছেলে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। সেখানে গুলিবিদ্ধ বাম পায়ের কিছু অংশ কেটে বাদ দেয় ডাক্তার।