শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:২১, ৭ অক্টোবর ২০২৪

নারায়ণগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার আসামি যুবলীগ নেতা সাব্বির আহম্মেদ প্রধানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (৬ অক্টোবর) ভোর রাতে গোদনাইল বার্মাশীল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার ওসি আল মামুন।

গ্রেপ্তার হওয়া সাব্বির আহম্মেদ প্রধান (৪৮) গোদনাইল বার্মাশীল এলাকার মৃত হাসান আলী প্রধানের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে চোরাই জ্বালানি তেলের ব্যবসা ও চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ২১ জুলাই সিদ্ধিরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিহত আরাফাত হোসেন আকাশ (১৬) হত্যা মামলার আসামি সাব্বির আহম্মেদ প্রধান। এ ছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি আদমজীনগর এমডব্লিউ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য। তার স্ত্রী লিপি আক্তার একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

অর্থ আত্মসাতের অভিযোগ তুলে বিদ্যালয়টির প্রধান শিক্ষক গাজী নাজমুল হুদাকে চার বছর আগে বহিষ্কার করে দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে নিয়ম বহির্ভূতভাবে নিজের স্ত্রীকে বিদ্যালয়ের প্রভাতি শাখায় ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষকের দায়িত্বে বসিয়েছেন সাব্বির আহেম্মদ। এ নিয়ে এখনও চলছে সমালোচনা। তদন্তে নির্দোষ প্রমাণিত হওয়ায় নাজমুল হুদাকে শিক্ষা অধিদপ্তর স্বপদে বহাল করার নির্দেশ দিলেও অদ্যাবধি পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন কালবেলাকে বলেন, একটি হত্যা মামলায় সাব্বির আহম্মেদ প্রধানকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।