শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আমাদের দায়িত্ব এখন সবচেয়ে বেশি : রাজীব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:০৭, ৭ অক্টোবর ২০২৪

আপডেট: ২২:২৮, ৭ অক্টোবর ২০২৪

আমাদের দায়িত্ব এখন সবচেয়ে বেশি : রাজীব

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতা মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, দেশের আনাচে কানাচে যাই ঘটুক এর দায় দায়িত্ব বিএনপির ওপর বর্তায়। কারণ আমাদের দায়িত্ব এখন সবচেয়ে বেশি। আমাদের দলের প্রতিষ্ঠাতা বলেছেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা সে আদর্শেই কাজ করে যাচ্ছি। 

সোমবার (৭ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জে জেলা তরুণ দলের সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, এই নারায়ণগঞ্জের ৪ নং ওয়ার্ড সারাদেশে কুখ্যাতি সৃষ্টি করেছিল। এখানে প্রতিপক্ষ রাজনৈতিক দলের এমন নেতাকর্মী ছিলেন যারা নারায়ণগঞ্জের রাজনীতিকে কলঙ্কিত করেছে। আজ এখানে যিনি প্রধান অতিথি আপনারা সহায়তা করলে তিনি এই কুখ্যাতি মুছে দিতে পারেন।

তিনি আরও বলেন, বিএনপি একটি উদার দল। এর সুফলের সাথে কুফলও আছে। অনেক অনুপ্রবেশকারী সুযোগ নিয়ে দলের প্রবেশ করছে। এদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। এই দায় দায়িত্ব আমাদের সবাই। মুহাম্মদ গিয়াসউদ্দিন এমন একজন ব্যক্তি যিনি মুখে যা বলেন অন্তরে তাই লালন করেন। তার সাথে আমাদের সকলকেও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এই সতেরো বছর যারা গুম হয়েছেন, গুলি খেয়েছেন তাদের চেয়ে বড় কোন নেতা নেই। নারায়ণগঞ্জে কর্মসূচিগুলোতে অনেককেই দেখা যায়নি। আজ তারা আবার ফিরে এসেছে। আমরা একটি উদার দল করি৷ আমাদের প্রতিপক্ষদের কোন ক্ষতি যেন আমাদের দ্বারা না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো৷ কিন্তু তাদের কোন ষড়যন্ত্রকে সফল হতে দেয়া যাবে না।