প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামিলীগ দলীয় দুই নেতাকে আটক করা হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।
আটককৃতরা হলেন, নাসিক ৫ নং ওয়ার্ডস্থ বাজার এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে আ:লীগ নেতা বদরুদ্দীন বদু (৭০) ও ৭ নং ওয়ার্ডের কদমতলী এলাকার রমিজ উদ্দিনের ছেলে ছাত্রলীগ নেতা সানোয়ার (৩৫)।
(ওসি) আল মামুন বলেন, দুজন আটক রয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।