ফাইল ছবি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, এ স্কুলটি এই এলাকার বাচ্চাদের জন্য হয়েছে। যেন তোমরা কিছু না কিছু হতে পারো। আজ এ স্কুলের বাচ্চারা দেশের বিভিন্ন স্থানে বড় বড় দায়িত্বে রয়েছে। নানান ধরনের কাজ করছে। আমরা আমাদের সন্তানদের নিয়ে গর্ববোধ করি। অতিশিঘ্রই আমরা এ স্কুলটিকে কলেজে রুপান্তরিত করবো।
সোমবার (৭ অক্টোবর) লায়ন্স ক্লাব অব ঢাকা সুরভির উদ্যোগে গোলাকান্দাইল মজিবর ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে "হিউম্যানিটি আওয়ার ইন্সপিরেশন" শীর্ষক সেমিনারে অংশ নিয়ে একথা বলেন তিনি।
এসময় সেমিনারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন দিপু।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা আক্তারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও তার বড় বোন নাজমা পারভিন, দিপু ভূইয়ার সহধর্মিনীসহ লায়ন্স ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ।