ফাইল ছবি
নারায়ণগঞ্জ রূপগঞ্জে দোকান থেকে বাকিতে খাওয়া পাওনা টাকা চাওয়ায় একদল কিশোরগ্যাংয়ের সদস্য দুই ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে উপজেলার তারাব গমঘাট এলাকায় ঘটে এ ঘটনা।
তারাব এলাকার গৃহবধু জোসনা বেগম জানান, তার ছেলে আলামিন হোসেন মিশুর বন্ধু বিল্লাল হোসেন তারাব গমঘাট এলাকায় মায়ের দোয়া স্টোর নামে একটি কনফেকশনারি দোকান রয়েছে।
গত ৫ ই অক্টোবর রুবেল ভুইয়া, শ্রাবণ, সাহেদ, সিয়াম, মেহেদী রাজু, নিরব, জয়, বিজয়, রুবেল ও রিফাতসহ অজ্ঞাত ৮/১০ জন বিল্লালের দোকান থেকে মালামাল নিয়ে টাকা না দিয়ে চলে যেতে যায়।
এসময় আলামিন তাদের কাছ থেকে টাকা চাইলে তারা ক্ষিপ্ত হয়ে আলামিনের বন্ধু বিল্লাল হোসেনকে এলোপাথারিভাবে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। এক পর্যায়ে বিল্লালকে বাচাঁতে এগিয়ে আসলে হামলাকারীরা আলামিনকেও পিটিয়ে আহত করে। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এসময় হামলাকারীরা বিল্লাল হোসেনের দোকান ভাংচুর করে লুটপাট চালায়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবে ব্যবস্থা নেওয়া হবে।