শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আছে বিএনপি 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:০৮, ৮ অক্টোবর ২০২৪

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আছে বিএনপি 

কালীরবাজার পরিদর্শন

নারায়ণগঞ্জে কালীরবাজারে মসলা পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে কালীরবাজার পরিদর্শনে যান বিএনপি নেতারা।

এসময় ব্যাবসায়ীদের উদ্দ্যেশ্যে মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আগুনের ফলে ব্যাবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ব্যাবসায়ীদের সাথে কথা বলেছি। আমরা আমাদের সাধ্যমত এসকল ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের পাশে থাকবো। 

এর আগে গত রোববার রাত সাড়ে এগারোটার দিকে কালীরবাজারের মসলা পট্টিতে আগুন লাগে। প্রায় দেড় ঘন্টা ধরে জ্বলতে থাকা আগুনে ত্রিশটি দোকান ও দোকানে থাকা মালামাল পুড়ে গেছে।