ফাইল ছবি
সিটি কর্পোরেশনের কিছু অবহেলার কারণেই এত বড় দুর্ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।
মঙ্গলবার (৮ অক্টোবর) ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত কালিবাজার মসলাপট্টি ও মাছপট্টি পরিদর্শনকালে সিটি কর্পোরেশনকে দায়ী করে এ মন্তব্য করেন।
তিনি বলেন, সিটি কর্পোরেশন প্রতি মাসে দোকান ভাড়া নিত এবং নিয়মিত দোকানদাররা ট্রেড লাইসেন্সের টাকা পরিশোধ করত কিন্তু তারা কখনো পরিদর্শনে আসতো না বছরের পর বছর।
প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, দোকানদারদের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে যথাযথ তদন্ত সাপেক্ষে দোকানদারদের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।
ব্যবসায়ীদের উদ্দেশ্য করে মাসুম বিল্লাহ বলেন, আপনদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে হয়তো সময় লাগবে। ধৈর্য ধরুন, আল্লাহ তা’আলা উত্তম ফায়সালা করে দিবেন, ইনশাআল্লাহ।
সিটি কর্পোরেশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা যদি কালিবাজারের মাছপট্টি এবং মসলাপট্টি নিয়মিত পরিদর্শন করতেন তাহলে হয়তো এরকম এরানো যেত। পরিশেষে মুফতি মাসুম বিল্লাহ সবাইকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যাতে এই অবস্থা থেকে তাদেরকে দ্রুত কাটিয়ে ওঠার তৌফিক দান করেন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের অ্যাসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলী, শহর শাখার সেক্রেটারি আলহাজ্ব আব্দুস সোবহান, মোস্তফা তালুকদার প্রমুখ।