শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লাকে সিটি করপোরেশনে আনতে প্রধান উপদেষ্টাকে গিয়াসউদ্দিনের চিঠি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০০, ৯ অক্টোবর ২০২৪

ফতুল্লাকে সিটি করপোরেশনে আনতে প্রধান উপদেষ্টাকে গিয়াসউদ্দিনের চিঠি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাঁচটি ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন। 

গত ৩০ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কাছে এই চিঠি প্রদান করা হয়। 

এসময় ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়ন, ফতুল্লা ইউনিয়ন, এনায়েতনগর ইউনিয়ন, কাশিপুর ইউনিয়ন ও বক্তাবলি ইউনিয়নকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার দাবী জানানো হয়।

চিঠিতে গিয়াসউদ্দিন বলেন, রাজধানী ঢাকার পার্শ্ববর্তী এলাকা ফতুল্লা। এখানে অন্তত সাড়ে আটশো শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এখান থেকে প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা বিদেশে রপ্তানি করা হয়। দেশ এখান থেকে বিপুল রাজস্ব পায় যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

তিনি আরও বলেন, এলাকার জনসংখ্যা প্রায় ২০ লাখেরও অধিক। এখানে রয়েছে জেলা প্রশাসক, পুলিশ সুপার, এলজিইডি, গণপূর্ত, বিআরটিএ, জেলা পুলিশ লাইন, আলালত, জেলখানা,সাবরেজিট্রি, শিক্ষা অফিসসহ বিভিন্ন সরকারি ও আধা সরকারি গুরুতৃপূর্ণ প্রশাসনিক দফতর। কিন্তু  এখানকার রাস্তা-ঘাট ড্রেনেজ ব্যবস্থাসহ
মানুষের জীবন মানা উন্নয়নে প্রযােজনীয় ব্যবস্থা নেই। সময়ের চাহিদা অনুযায়ি শিল্প ও বাণিজ অধ্যুষিত ফত্ল্লা থানা এলাকাকে নারায়ণগঞ্জ সিটি ক্পোরেশনের অন্তবর্ভুক্তকরণ অত্যন্তু জরুরী। 

এর আগে সময়ে এই অঞচলটিকে বেশ কয়েকবার সিটি কর্পোরেশনের অন্তর্তুক্ত্ করার উদ্যোগ গ্রহণ করা হলেও স্বরশাসকের অন্যতম দাোসর শামীম ওসমান অবৈধভাবে প্রভাব বিস্তারের ফলে তা হয়ে উঠেনি। এখানকার বাসিন্দাদের দীর্দিনের চাহিদা খাকলেও ফতুল্লাকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, আমি বর্তমানে অন্তর্র্তীকালীন সরকারের নিকট এই এলাকার মানুষের গণপ্রত্যাশা জনস্বার্থে ফতুল্লা থানাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্তুক্ত করতে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরােধ জানাচ্ছি।