ফাইল ছবি
স্বাধীনতার অর্ধশত বছরের বেশি সময় পর ইসলামকে বিজয়ী করার সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন মুফতি মাসুম বিল্লাহ।
বুধবার ৯ অক্টোবর ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে প্রেস ক্লাবের সামনে আয়োজিত দেশব্যাপী দাওয়াতী কার্যক্রম ও সদস্য সংগ্রহ অভিযান এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
মুফতি মাসুম বিল্লাহ আরো বলেন, বিগত ফ্যাসিস্ট ও মাফিয়া সরকারের মন্ত্রী-এমপি, আমলা ও সাঙ্গপাঙ্গরা কিভাবে দেশ ছেড়ে পালালো আমাদের তা বোধগম্য নয়। ফ্যাসিস্ট সরকারের সহযোগীরা এখনো অনেকে ধরাছোঁয়ার বাইরে। অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোরভাবে আওয়ামী খুনীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে।
তিনি আরো বলেন, রাষ্ট্র সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন নির্বাচন কমিশন গঠন, বর্তমান শিক্ষা কারিকুলাম বাতিল করে নতুন কমিশন গঠন করতে হবে এবং এসব জায়গা থেকে ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
বিদেশে পাচারকৃত টাকার বিষয়ে তিনি বলেন, বিদেশে পাচারকৃত টাকা দেশে ফেরত আনার কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। কালো টাকার মালিক ও মুনাফাখোরদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। একই সাথে তিনি ছাত্র জনতার অভ্যুত্থানে হতাহতদের তালিকা দ্রুত প্রকাশ করার তাগিদ দেন।
উল্লেখ্য যে, গত ৭ অক্টোবর ইসলামী আন্দোলন বাংলাদেশ সারাদেশে একযোগে সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি শুরু করেছে। সারাদেশে সাধারণ মানুষ, আইনজীবী, শ্রমজীবীডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য করা হচ্ছে।