ফাইল ছবি
রাজনীতিবিদরা অনুপ্রবেশ করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে বলে মন্তব্য করেছেন মাওলানা আব্দুল আউয়াল।
বুধবার (৯ অক্টোবর) পূর্ব ইসদাইর জামিয়া কারিমিয়া মাদ্রাসায় ইসলামী ঐক্যজোটের এক মতবিনিময় সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল এ মন্তব্য করেন।
তিনি বলেন, আল্লামা আহমদ শফী যে উদ্দেশ্যে হেফাজতকে গঠন করে গিয়েছিলেন রাজনীতিবিদরা অনুপ্রবেশ করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য সে উদ্দেশ্য থেকে অনেকটাই বিচ্যুত হয়ে গিয়েছে। স্বার্থান্বেষী মহল নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য সংগঠনের ভিতর ঢুকে সংগঠনকে অংকুরে বিনষ্ট করে ফেলেছে।
নির্বাচনের বিষয়ে তিনি বলেন, এক্ষেত্রে আমাদেরকে অনেক যাচাই-বাছাই করে আল্লাহর উপর ভরসা করে, দোয়া করে আগাতে হবে। আমরা যদি এভাবে আগাই তাহলে ভালো লোক উঠে আসবে এবং দল সংগঠিত হবে। বাকি ফলাফল আল্লাহ ভালো জানেন আমাদের কাজ চেষ্টা করা চালিয়ে যাওয়া। দুনিয়ার মোহে পড়ে যদি আমরা কলঙ্কিত হয়ে যাই তাহলে আমি নিজে যেমন নষ্ট হব আমার দল ও কলঙ্কিত হবে।
এ সময় মাওলানা আবু তাহের জিহাদী সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির,ইসলামী ঐক্য জোটের কেন্দ্রীয় মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আবু সায়েম খালেদ, মাওলানা যুবায়ের আহমদ, মুফতি সামসুল আলম, মুফতী জাকির হুসাইন কাসেমী, মুফতী আবু বকর কাসেমী, মাওলানা আইয়ুব, মাওলানা আবদুল হান্নান,মুফতি ইব্রাহিম জাফর, মুফতি সালামান, মুফতি মামুনুর রশীদ, মাওলানা মুশতাক আহমদ, মুহাম্মাদ আব্দুর মুফতি আবদুল হান্নান,মাওলানা মামুন ফেরদাউস, মাওলনা বেলাল , মাওলানা আল আমীন শেখ , মাওলানা মহিউদ্দিন খান,হাজী সিরাজুল হক হাওলাদার প্রমুখ।