শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আজাদ ও মহানগর বিএনপির নিদের্শে পূজামন্ডপ পরিদর্শনে শাহেনশাহ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫৫, ৯ অক্টোবর ২০২৪

আজাদ ও মহানগর বিএনপির নিদের্শে পূজামন্ডপ পরিদর্শনে শাহেনশাহ

ফাইল ছবি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বন্দর থানা সভাপতি ও সাবেক কাউন্সিলর শাহেনশাহ আহম্মেদ বলেছেন, দুর্গাপূজায় নিরাপত্তা রক্ষার পাশাপাশি সৌহার্দ্য-সম্প্রীতির রক্ষা ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে বিএনপি পাশে থাকবে। উৎসব চলাকালে প্রতিটি পূজামণ্ডপে বিএনপি নেতাকর্মীরা সুরক্ষা বিধানে সহযোগিতা করবে। বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নিদের্শে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সহযোগিতায় বন্দরের বিভিন্ন পূজা মন্ডপে নেতা-কর্মীরা পাহারা দিচ্ছে।

বুধবার (৯ অক্টোবর) বিকালের বন্দরের ৯টি ওয়ার্ডের পূজামন্ডপ পরিদর্শনে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃত্বে উদ্দেশ্যে তিনি একথা বলেন।

শাহেনশাহ আরও বলেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সনাতন ধর্মাবলম্বীদের সুরক্ষা দেয়া হবে। মন্ডপে আগত সকলকে নিরাপত্তা যে কোনো মূল্যে নিশ্চিত করা হয়েছে। বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ইতোমধ্যে বিএনপি নেতাদের প্রতিটি পূজামন্ডপের নিরাপত্তা বিধানে ও সার্বিক সহযোগিতা প্রদানে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানিয়েছেন। তিনি পূজামণ্ডপের সুষ্ঠু পরিবেশ ও সার্বিক শৃঙ্খলা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।