শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দল সবচেয়ে সুসংগঠিত : দিপু ভূঁইয়া 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০৪, ১০ অক্টোবর ২০২৪

রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দল সবচেয়ে সুসংগঠিত : দিপু ভূঁইয়া 

ফাইল ছবি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, অতীতে বহু বছর ভূলতা থেকেই রূপগঞ্জ চলেছে। মাঝখানে ভোটারবিহীন এমপিরা এখানে আমাদের ওপর চেপে বসেছিল। ইনশাআল্লাহ আগামী দিনেও ভূলতা থেকেই পুরো রূপগঞ্জের নেতৃত্ব দেয়া হবে। আপনারা সারা রূপগঞ্জ নেতৃত্ব দিবেন।

বুধবার (৯ অক্টোবর) ঢাকা সিলেট মহাসড়কে ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আজকে ভূলতা ইউনিয়নে আপনারা এত সুন্দর কর্মসূচি পালন করেছেন আমি আপনাদের ধন্যবাদ জানাই। আজ স্বেচ্ছাসেবক দলের কয়েকটি গ্রুপের সাথে আমরা বসেছি। রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দল সবচেয়ে সুসংগঠিত। 

তিনি বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে আমরা ভূলতায় এলটি সমাবেশ করবো। সেখানে দেখা যাবে ভূলতায় স্বেচ্ছাসেবক দলের সক্ষমতা কত বেশি।