শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ডিএনডির জলাবদ্ধতা নিরসনে মন্ত্রণালয়ে গিয়াসউদ্দিনের চিঠি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:১৬, ১০ অক্টোবর ২০২৪

ডিএনডির জলাবদ্ধতা নিরসনে মন্ত্রণালয়ে গিয়াসউদ্দিনের চিঠি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ডিএনডির জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন।

গত ১ অক্টোবর জেলা প্রশাসকের কাছে এই চিঠি প্রদান করেন গিয়াসউদ্দিন। 

জানা গেছে, ডিএনডির জলাবদ্ধতা নিরসনের জন্য সিদ্ধিরগঞ্জ থানা এলাকার শিমরাইল ও আদমজী এলাকায় দুটি পাম্প স্টেশন স্থাপন, পাগলা ও ফতুল্লা এলাকায় দুটি পাম্পিং পয়েন্ট স্থাপন, ১৪৫টি কালভার্ট ও ১৫০টি সেত্ নির্মাণ ও মেরামত, ৯৪ কিলোমিটার খাল খনন ও পুনঃখনন এবং খানের পাড় নির্মাণ, অবৈধ দখল ঠেকাতে ৬০ কিলোমিটার খালের দুই পাড় গ্রিল দিয়ে ঘেরাও এবং ৯ দশমিক ২৫ কিলোেমিটার খালের দেয়াল উচু করার জন্য ২০১০ সালে ২৩৮ কোটি ৩৮ লাখ ১৬ হাজার টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয় যা পরবর্তীতে ২০১৬ মালে নতুন করে ডিএনডি প্রকল্প হাতে নেওয়া হয়। এসময় ডিএনডি প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৫৫৮ কোটি টাকা। পরবর্তীত ২০২০ সালে ডিএনডি এলাকার পানি নিদ্কাশন ব্যবস্থার উন্নয়ন দ্বিতীয় পর্যায় প্রকল্পের ব্যয় ৭৪১ কোটি টাকা বাড়ানো হয়। ফলে দুই দফায় এই প্রকল্পের ব্যয় দীড়ায় ১ হাজার ৩০০ কোটি টাকা। 

এর আগে প্রকল্পটির প্রস্তাবনায় বলা হয়েছিল, ডিএনডি এলাকায় প্রায় ১৮৮ কিলোমিটার খালের সীমনা পিলার স্থাপন করার পাশাপাশি প্রায় ৯৪ কিলোমিটার খাল নিষ্কাশন ও বজ্জ্য অপসারণ করা হবে এ প্রকল্পর মাধ্যমে। এছাড়া ৪৪ কিলামিটার ওয়াকওয়ে নির্মাণ করা হবে কিলােমিটার খালের তীর উন্নয়ন করা হবে
কিলােমিটার নিষ্কাশন খাল পুণঃবনন এবং ৫২টি সেতু ও কালভার্ট মেরামত করা হবে। এ প্রকল্পের মেয়াদ ২০২৩ সালের জুনে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এখনও তা দৃশ্যমান হয়নি। 

গিয়াসউদ্দিন জানান, ডিএনডির প্রকল্পের কাজ সম্পন্ন না হলে ভেতরে বসবাসরত ৩০ লাখ মানুষের দুর্ভোগ লাঘব হবে না।

তিনি আরও বলেন, ডিএনডিবাসীর জলাবদ্ধতা জনিত দৈনন্দিন সমস্যা সমাধান করে জনগনের বাস উপযোগি এই এলাকা গড়ে তােলার জন্য সরকাবীভাবে প্রকল্প গ্রহণ করে দ্রুত বাস্তবায়নের জন্য আমি আহ্বান জানাচ্ছি।