ফাইল ছবি
সভাপতি সাধারণ সম্পাদক সহ সাত জনের নাম উল্লেখ করে ইসলামী ঐক্যজোট নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি গঠনের প্রস্তাব দেয়া হয়েছে।
বুধবার ৯ অক্টোবর ফতুল্লার পূর্ব ইসদাইর জামিয়া কারিমিয়া মাদ্রাসায় ইসলামী ঐক্যজোটের এক মতবিনিময় সভায় দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ কমিটি গঠনের প্রস্তাব দেয়া হয়। সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল কাদের ও কেন্দ্রীয় মহাসচিব সাখাওয়াত হোসেন রাজি। যাদের নাম উল্লেখ করে কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয় তারা হলেন - আহ্বায়ক হিসেবে মাওলানা আবু সায়েম খালেদ, যুগ্ন আহবায়ক আব্দুল হান্নান, যুগ্ন আহবায়ক মাওলানা মুফতি মামুন ফেরদাউস, যুগ্ন আহবায়ক মাওলানা জাফর, সদস্য সচিব মাওলানা সালমান, যুগ্ম সদস্য সচিব মাওলানা মোস্তফা কামাল, যুগ্ন সদস্য সচিব মাওলানা সাইফুল ইসলাম। তবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রস্তাবিত কমিটির বিষয়ে জানান, পরবর্তীতে কাউন্সিলিং এর মাধ্যমে প্রস্তাবিত কমিটি ঘোষণা করা হবে।