ফাইল ছবি
ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের বলেন, বিগত আমলে ইসলামী দল নামে পরিচিত যারা ফ্যাসিস্ট সরকারের সাথে হাত মিলিয়ে কাজ করেছে তাদেরকে মানুষ ঘৃণার চোখে দেখে।
তিনি দলটির আদর্শ উল্লেখ করে বলেন, মুফতি আমিনী এর যে আদর্শ ছিল বাতিলের ভিতরে বিরুদ্ধে মাথা নত না করা আমরা ইসলাম ঐক্যজোট একই রকম ভাবে বাতিলের বিরুদ্ধে পাহাড়ের মতো অটল থাকবো।
ইসলামী ঐক্যজোট বাংলাদেশের মানুষকে ন্যায়নীতির এক আদর্শ উপহার দেবে ইনশাআল্লাহ। বুধবার ৯ অক্টোবর ফতুল্লার পূর্ব ইসদাইর জামিয়া কারিমিয়া মাদ্রাসায় ইসলামী ঐক্যজোটের এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, রাজনৈতিক অঙ্গনে ইসলামিক ঐক্যজোট একটা মডেল হবে। আদর্শ, ন্যায়নীতি, সততার ক্ষেত্রে ইসলামী ঐক্যজোট সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করবে।
আওয়ামী দু:শাসনের কথা উল্লেখ করে তিনি বলেন, রাজনীতির ব্যানারে আজ দুর্নীতি হওয়াতে ভালো মানুষরা রাজনীতি করতে ইচ্ছুক না। রাজনীতি করে মানুষ কেমন ধরনের দুর্নীতি করে তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো বিগত ফ্যাসিস্ট সরকার। যারা দেশের উপর ১৮ লক্ষ কোটি টাকার ঋণ রেখে পালিয়ে গিয়েছে।
ইসলামি ঐক্যজোট এর ভাইস চেয়ারম্যান আবু তাহের জিহাদি বলেন, ইসলামি ঐক্যজোট পরনিন্দা মুক্ত একটি রাজনৈতিক দল পরিচালনা করবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী ঐক্য জোটের কেন্দ্রীয় মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আবু সায়েম খালেদ, মাওলানা যুবায়ের আহমদ, মুফতি সামসুল আলম, মুফতী জাকির হুসাইন কাসেমী, মুফতী আবু বকর কাসেমী, মাওলানা আইয়ুব, মাওলানা আবদুল হান্নান,মুফতি ইব্রাহিম জাফর, মুফতি সালামান, মুফতি মামুনুর রশীদ, মাওলানা মুশতাক আহমদ, মুহাম্মাদ আব্দুর মুফতি আবদুল হান্নান,মাওলানা মামুন ফেরদাউস, মাওলনা বেলাল , মাওলানা আল আমীন শেখ , মাওলানা মহিউদ্দিন খান,হাজী সিরাজুল হক হাওলাদার প্রমুখ।