শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুরের প্রতিবাদ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:১৮, ১০ অক্টোবর ২০২৪

আড়াইহাজারে সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুরের প্রতিবাদ 

ফাইল ছবি

নারায়ণগঞ্জ ২ (আড়াইহাজার) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦  আতাউর রহমান খান আঙ্গুর এক  সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। 

বৃহষ্পতিবার দুপুরে আড়াইহাজার বাজারে বিএনপি কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে একটি মহল তার বিরুদ্ধে ফেজবুক ইউটিউবে অপপ্রচার করছেন বলে অভিযোগ করেন। 

সংবাদ সম্মেলনে আতাউর রহমান খান আঙ্গুর বলেন, আমি বিগত ১৭ বছর আওয়ামীলীগ শাসনামলে বেশ কয়েকটি  মামলার আসামী হয়েছি। আওয়ামীলীগ আমার জায়গা জবরদখল করে সেখানে পল্লী সঞ্চয় ব্যাংকের অফিস নির্মাণ করেছে। অথচ আমার শেখ হাসিনা এবং সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর সাথে আঁতাত ছিল বলে ফেজবুক ইউটিউবে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। আমি সাবেক তিন বারের এমপি ছিলাম। আমার জনপ্রিয়তা নস্ট করার জন্য একটি মহল এই অপপ্রচার চালাচ্ছেন। তিনি বলেন, আমি এমপি থাকা কালিন সময়ে আড়াইহাজারের সকল উন্নয়ন কাজ আমি করেছি। 

আমার এলাকায় আমার যথেষ্ট সুনাম রয়েছে। আমি এ অপপ্রচারকারীদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ব্যাক্ত করছি। এ সময় উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ আলী আজগর, সাবেক যুবদল নেতা আজিজুল হক,  বিএনপি নেতা রূপচাঁন মিয়া, সেলিম মেম্বার, মঞ্জুর হোসেন, সিরাজুল ইসলাম. কালু মেম্বারসহ অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।