বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

|

পৌষ ১৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৫৩, ২৭ অক্টোবর ২০২৪

আপডেট: ১৭:৫৪, ২৭ অক্টোবর ২০২৪

ফতুল্লায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন

বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় ফতুল্লা থানা বিএনপির কোষাধ্যক্ষ ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাদবর সহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। 

রোববার(২৭ অক্টোবর)  দুপুরে ফতুল্লা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় লিখিত বক্তব্য পাঠ করেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি মোঃ শহীদুল্লা। এসময় 

তিনি বলেন, আমরা দীর্ঘ ১৭টি বছর স্বৈরাচারী আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। খুনি শেখ হাসিনার পতন ঘটেছে কিন্তু বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা এখন পর্যন্ত প্রত্যাহার করা হয়নি। শেখ হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য লাখ লাখ মামলা দিয়েছে, গুম-খুনের রাজত্ব কায়েম করেছে। কেউ যেন আর প্রশাসনের প্রতিবাদ প্রতিরোধ করতে না পারে। খুনি শেখ হাসিনার পতন ঘটেছে কিন্তু বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা এখন পর্যন্ত প্রত্যাহার করা হয়নি। 

ছাত্র-জনতার গণ বিপ্লবে ৫ আগস্ট স্বৈরাচার পতন করে মুক্ত নিশ্বাস নিতে পারছি। কিন্তু স্বৈরাচারের সেই দোসররা এখনো যড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তারা বিএনপিকে বির্তকিত করার জন্য নানা চক্রান্ত করে যাচ্ছে। আমাদের বিএনপি নেতাকর্মী যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলো তাদের নামে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা ঘড়যন্ত্র করে একটি স্বার্থান্বেষী মহল এই মামলাগুলো করাচ্ছে। এসকল মিথ্যা মামলা বৈষমা বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতদের মামলাগুলোকে কলুষিত করছে। তাদের উদ্দেশ্য বিএনপির নেতাকর্মীদের নামে মামলা হলে মামলার প্রকৃত আসামীগুলো আইনের ফাঁকে ধরা ছোয়ার বাইরে চলে যাওয়ার গভীর ষড়যন্ত্র চলছে।

তাঁর দাবী, রাজপথে থেকে আওয়ামী সন্ত্রাসীদের হাতে লাঞ্চিত হয়েছি, আন্দোলন করতে গিয়ে মিথ্যা মামলার সম্মুখিন হয়েছি। বহু আত্যাচার নিপীড়ন সহ্য করে আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু স্বৈরাচাররে পতন হলেও আওয়ামী দোসরদের দ্বারা আমরা এখনো মামলা, হয়রানীর শিকার হচ্ছি।

এসময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলাগুলো একটি অধ্যাদেশ জারির মাধ্যমে প্রত্যাহার করার দাবি জানান।

সম্প্রতি যাত্রাবাড়ী, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্য বিরোধী হত্যা মামলায়

কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাদবর,  কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সদস্য জামান মেম্বার ও ওয়ার্ড বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ সাগর আহমেদ, থানা বিএনপি সাবেক সদস্য এনামুল হক মামুন, ওয়ার্ড যুবদলের সহ সভাপতি মোঃ রকি, 

মোঃ জহির, হুমায়ুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বদিউর  রহমান সাগরের বাবা জামাল উদ্দিন সাউদ, বিএনপি কর্মী ব্যাবসায়িক রবিউল ইসলামকে মামলায় আসামী করা হয়। বিএনপির নেতৃবৃন্দের দাবি, মামলা প্রত্যাহারে জেলা প্রশাসক,পুলিশ সুপার এবং বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে যাবো।

এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আনিসুর রহমান,আশরাফুল আলম,সহ সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক বাবুল আহমেদ, কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাদবর, সাধারণ সম্পাদক আলোয়ার হোসেন, কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির আবু সাঈদ মাদবর,৩ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক দুলাল ভূইঁয়া, ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক পিয়াস খন্দকার, ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন সাজ,আবুল কালাম, জামান মিয়া,জুয়েল শেখ,রূপম প্রমুখ।